চট্টগ্রাম আদালতের আইন কর্মকর্তা ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে ইসকনের নেতাকর্মী ও সমর্থকরা। কুষ্টিয়ায় তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকালে কুষ্টিয়া সরকারি কলেজের মাঠে গায়েবানা জানাজা হয়। জানাজার আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই সময় তারা ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানান।
গায়েবানা জানাজায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এছাড়া তাদের সঙ্গে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
তারা বলেন, ইসকনের নেতাকর্মী ও সমর্থকরা প্রকাশ্যে দিবালোকে আইনজীবী সাইফুলকে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা আইনজীবী সাইফুলের হত্যার সাথে জড়িতদের অতিসত্বর ফাঁসির মঞ্চে দেখতে চাই। তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। ৫ আগস্টের পর ফ্যাসিস্টরা নানাভাবে ফিরে আসার চেষ্টা করছে। যুগের পর যুগ এই দেশের মানুষ সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছে। এখানে ষড়যন্ত্র করে লাভ নেই। আমরা এই ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত।
এর আগে চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ইসকন সমর্থকদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নিহত হন। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম আদালত ভবনের সামনের সড়কে ঘটে এ ঘটনা।