ঢাকারবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৯
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজি ও হত্যার হুমকির প্রতিবাদে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিবেদক
নভেম্বর ১৩, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় মোশাররফ হোসেন নামের এক সাব ঠিকাদার মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদল সভাপতি মাহমুদুল হাসান (মেহেদী) এর বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে।

আজ বুধবার (১৩ নভেম্বর) বেলা ১২টায় তার নিজ কর্মস্থলে এ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, বিগত ১০-১৫ দিন থেকে মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান (মেহেদী) আমার স্ট্যান্ডার্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সাইডে চাঁদা দাবি করে আসছিল। আমি দিতে রাজি না হওয়ায় গত ১০ নভেম্বর আমার স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার্সাস লিমিটেডের সাইডে মাহমুদুল হাসান (মেহেদী) ও তার সহযোগীরা এসে শ্রমিকদের কাজে বাঁধা দেয়। কি জন্য কাজ বন্ধ করবে জানতে চাইলে, আমার ছোট ভাই ও শ্রমিকদের ওপর চড়াও হোন। একপর্যায়ে তাদের ওপর মেহেদী ও তার সহযোগীরা হামলা চালায়। এবিষয়ে আমি ওই দিন বিকেলে ঢুষমারা থানায় একটি চাঁদাবাজি ও হত্যার হুমকির অভিযোগ দায়ের করি। এখন মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও তার অনুসারীরা আমাকে অভিযোগ তুলে নিতে বার বার হুমকি দিয়ে আসছে। আর আমি যদি অভিযোগ না তুলি তাহলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি বার বার থানায় যোগাযোগ করেও কোনো সহযোগিতা পাচ্ছি না। আর থানা থেকে কোনো ব্যবস্থাও নিচ্ছে না। এখন আমি নিরাপত্তাহীনতায় ভূকছি। আপনাদের কাছে আমার দাবি আমি যেন এর সঠিক বিচার পাই।

এবিষয়ে ঢুষমারা থানার অফিসার্স ইনচার্জ মোশাহেদ খানের সঙ্গে কথা হলে তিনি বলেন, গতকাল আমার অফিসার গিয়েছিল। সেখানে চাঁদা চেয়েছে তার কোনো সত্যতা নেই। আর কোনো ভয়ভীতিও দেখানো হয়নি। ওই এলাকায় দুই জনের আধিপত্য বিস্তার নিয়েই এমন কোন্দল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।