ঢাকারবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১১:৪৮
আজকের সর্বশেষ সবখবর

তিতুমীরস্ত কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সংসদের দায়িত্বে পল্লব ও সোহেল

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৪ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার বুকে স্বনামধন্য বিদ্যাপীঠ সরকারি তিতুমীর কলেজ। তিতুমীরস্ত কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সংসদের প্রধান সমন্বয়ক ও উপদেষ্টা মন্ডলীর উপস্থিতিতে নতুন কমিটি গঠন করে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক ও উপদেষ্টা- ইয়াছির আরাফাত নাহিদ এবং অন্যান্য উপদেষ্টাবৃন্দ। সকলের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে পূর্বের সকল কমিটির বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করেন।

বিপুল জনসমর্থন এর মাধ্যমে “মেহেদী হাসান (পল্লব) কে সভাপতি এবং সোহেল আহমেদ (সুমন)” কে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। সংসদের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয় – কানিজ ফাতেমা (মেঘলা) কে।এসময় এক বক্তব্যের মাধ্যমে নবনির্বাচিত সভাপতি বলেন- আজকের পর থেকে ক্যাম্পাসে কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সংসদ একটি আদর্শ সংসদ হবে। কেউ যদি কুড়িগ্রাম জেলার নাম ভাঙিয়ে কোনো অন্যায় , চাঁদাবাজি, দুর্নীতি ও হুমকি প্রদান করে তাহলে আইনের আওতায় নিয়ে ব্যবস্থা নেয়া হবে। প্রান্তিক অঞ্চল কুড়িগ্রাম কে শিক্ষা ও অর্থনৈতিক ভাবে এগিয়ে নিয়ে যাওয়া সংসদের মুল লক্ষ্য। অন্য এক বিবৃতিতে

সাধারণ সম্পাদক বলেন, কুড়িগ্রাম জেলার সকল শিক্ষার্থীদের নিয়ে আমরা দুর বহুদুর এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।