ঢাকারবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৭
আজকের সর্বশেষ সবখবর

মাছ চুরির মামলায় সেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৪ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি হামিদুর রহমান কে মাছ চুরি মামলায় গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দিকে তার রাজীবপুর বাজারের বাসা থেকে করা হয়। পুলিশ জানায়, সোমবার ৭ (অক্টোবর) করা একটি চাঁদাবাজি ও মাছ চুরির মামলায় তার বাজারের বাসা থেকে করা হয়।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে রাজীবপুর থানার অফিসার্স ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, চাঁদাবাজি মাছ চুরির মামলায় তাকে আটক করে আজ সোমবার কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, ২০১৫ সালে চাঁদাবাজি ও পুকুরের মাছ চুরির ঘটনায় ওসিউজ্জামান বাদী হয়ে ১১ জনের নামে একটি মামলা দায়ের করেন। সেখানে অজ্ঞাত আসামী করা হয় আরও ৩০-৪০ জনকে। এ মামলায়-ই রাজীবপুর উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি হামিদুর রহমান কে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।