কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর ইউনিয়নের বটতলা বাজার থেকে ২০১৫ সালে চাঁদাবাজি ও পুকুরের মাছ লুট করেন সাবেক ওই ছাত্রলীগ নেতা ও তার সহযোগীরা। এরই পরিপেক্ষিতে রাজীবপুর সদর ইউনিয়নের আজগর দেওয়ানী পাড়ার উসিউজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করে। সেই মামলায় সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক কে গ্রেপ্তার করে পুলিশ।
শেখ মেহেদী হাসান তারেক রাজীবপুর উপজেলার কারিগর পাড়ার মৃত আশরাফ আলীর ছেলে।
রাজীবপুর থানার ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ (ওসি) সহিজল হক বলেন, ২০১৫ সালের একটি ঘটনায় উসিউজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে আমরা তাকে গ্রেপ্তার করে আজ সকালে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।