ঢাকারবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৭
আজকের সর্বশেষ সবখবর

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রী মেডিকেল ক্যাম্প

রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৪ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে রাজীবপুর উপজেলা যুবদল। আজ রোববার (২৭ অক্টোবর) সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে দলটির নেতাকর্মীরা।

উপজেলা যুবদলের আহবায়ক রুস্তম মাহমুদ লিখন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মিরন মোহাম্মদ ইলিয়াসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোখলেছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাহবুবুর রশীদ মন্ডল, সাধারণ সম্পাদক আবুল হাই, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, আনোয়ার হোসেন (নেভি), উপজেলা যুবদলের সাবেক সভাপতি ওসমান গনি, সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর আমরা শান্তি মতো আমাদের কোনো প্রকার প্রোগ্রাম করতে পারিনি। ১৬ বছর আমাদের ওপর হামলা মামলা দিয়ে হয়রানি করিয়েছে স্বৈরাচারী হাসিনা সরকার। বক্তারা আরও বলেন, নিজেদের কোন্দল ভুলে গোটা সংগঠনকে নতুন ভাবে সাজাতে হবে৷ যাতে নিজেদের কোন্দল কে কাজে লাগিয়ে অন্য কেউ সুবিধা নিতে না পরে।

সম্প্রতি বিএনপিতে শুদ্ধি অভিযান চলছে বলে জানা গেছে। সাত জানুয়ারির জাতীয় নির্বাচন কেন্দ্র করে আন্দোলনে নেতাদের সফলতা-ব্যর্থতা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে বিএনপি। সেই প্রতিবেদন ধরে শুদ্ধি অভিযানে নেমেছে দলটি। মেয়াদোত্তীর্ণ কমিটি ও আন্দোলনে ব্যর্থ নেতাদের বাদ দিয়ে নতুন কমিটি করার উদ্যোগ নিয়েছে। নতুন কমিটিতে অপেক্ষাকৃত তরুণদের প্রাধান্য দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। দলের আস্থাভাজন ও আন্দোলন-সংগ্রামে রাজপথে ভূমিকা রাখতে সক্ষম এবং রাজনৈতিকভাবে সচেতন নেতাদের নতুন কমিটিতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠান শেষে উপজেলা যুবদলের আয়োজনে কার্যালয়ের সামনে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।