কুড়িগ্রামের রাজীবপুরে দুই জুয়ারি আটক করেছে থানা পুলিশ।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ২ টায় উপজেলা সদরের পাখি বাজারের দক্ষিণ পার্শে বাঁশ ঝাড়ের নিচ থেকে এক বান্ডিল তাস ও নগদ ৮১০ টাকাসহ দুইজন কে গ্রেপ্তার করে রাজীবপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা সদরের পাখিউড়া গ্রামের নইমুদ্দিন এর ছেলে আসমত আলী ও কমরভাঙ্গী গ্রামের কুরবান আলীর ছেলে মহর আলী।
রাজীবপুর থানার অফিসার্স ইনচার্জ আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাসের আসর থেকে ওই দু’জন কে গ্রেপ্তার করা হয়েছে। মামলা রুজু করে আগামীকাল সকালে তাদের কে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।