ঢাকাবুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩১
আজকের সর্বশেষ সবখবর

রাজীবপুরে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালন

রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বর্ণাঢ্য আয়োজনে র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে রাজীবপুর উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা বিএনপি। রাজীবপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৪ টায় নামা বাজারে এ কর্মসূচি পালন করে।

দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করে। উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি সভা মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। আনন্দ মিছিল ও সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীরা উৎসব মুখর পরিবেশে অংশগ্রহণ করে।

পরে সমাবেশে বক্তব্য রাখেন, রাজীবপুর উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রশিদ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান (আর্মি), সাংগঠনিক সম্পাদক গোলাম হোসেন,  উপজেলা যুবদল আহবায়ক রোস্তম মাহমুদ লিখন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোখলেছুর রহমান, সদস্য সচিব নাজমুল মাহমুদ।

এসময় বক্তরা বলেন,  ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ়প্রত্যয় নিয়ে বিএনপির নেতৃত্বে  সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গনি, সেচ্ছাসেবক দল আহ্বায়ক মোজাম্মেল হক, সাবেক উপজেলা ছাত্রদল ও যুবদলের সাধারণ সম্পাদক কবির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, সদর ইউনিয়ন যুবদল আহ্বায়ক মনির হোসেন, সদস্য সচিব আল-আমিন, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল হান্নান, ছাত্রনেতা মো. হাবিব প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।