কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের মোল্লারচর সীমান্তের ফকিরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার মধ্য বরিশাল এলাকার মৃত আক্কেল আলী হাওলাদারের ছেলে চাঁন মিয়া (৫৮), একই উপজেলার সন্ন্যাসী এলাকার মৃত হাশেম মল্লিকের ছেলে জামাল মল্লিক (৬০), হেগতপাতি এলাকার বারেক শিকদারের ছেলে জাকারিয়া শিকদার (১৮), পলিটিক্স এলাকার আব্দুর রশিদ শিকদারের ছেলে রেজাউল শিকাদার (২০), গাবতলা এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে নুরুল ইসলাম (৪৩), শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ী এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে রাসেল তালুকদার (৩২), কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারী এলাকার সোবহানের ছেলে ফরহাদ (৩৫) ও একই এলাকার মৃত আলহাজ¦ নঈম উদ্দিনের ছেলে জাকিরুল হক (৪৫)।
বিজিবির জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমান জানান, দীর্ঘ দিন আগে দালালের মাধ্যমে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন ৮ বাংলাদেশি নাগরিক। ভারত অবস্থান শেষে একত্রিত হয়ে উপজেলার শৌলমারী ইউনিয়নের মোল্লারচর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬১—৩ এসের কাছ দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেন ওই বাংলাদেশি নাগরিকরা। এ সময় তাদেরকে আটক করে মোল্লারচর বিওপি ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা। এ ঘটনায় একটি মামলা দিয়ে আটকদের রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
রৌমারী থানার ওসি মামুনুর রশিদ বলেন, ওই আটক বাংলাদেশি নাগরিকদের থানায় হস্তান্তর করেছে বিজিবি। বুধবার সকালে তাদেরকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।