ছাত্র-জনতার গণআন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সংলাপের ডাক পাচ্ছে না জাতীয় পার্টি।
বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার নিজস্ব ফেসবুকে লিখেছেন “আমাদের দাবির প্রেক্ষিতে ফ্যাসিবাদের সহযোগী জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হচ্ছে না।”
এর আগে শনিবার সকল দলের সাথে পর্যায়ক্রমে সংলাপে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। এ সংলাপে ডাক পাওয়ার কথা ছিল জাতীয় পার্টিরও। কিন্তু দুই সমন্বয়কের দাবিতে সেটি আর হচ্ছে বলে জানা গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।