ঢাকাসোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩২
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্র সংস্কারের সংলাপে না ডাকায় বিব্রত জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২৪ ৯:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্র সংস্কারের সংলাপে না ডাকায় আমরা বিব্রত। আমাদের দলের একটা ঐতিহ্য আছে, আমরা পুরোনো দল। তার পরও রাষ্ট্র সংস্কারের বিষয়ে আলোচনায় না ডাকা হলেও আপত্তি নেই। তবে আমাদের নিয়ে বাইরে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।

রংপুরের পল্লী নিবাসে শনিবার সন্ধ্যায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, ‘আমরা আওয়ামী লীগের সময় নির্বাচনে অংশ নিয়েছিলাম। এ জন্য আমাদের তাদের দোসর বলা হচ্ছে। কিন্তু সবাই জানেন, আওয়ামী লীগের সর্বশেষ নির্বাচনে আমরা অংশ নিতে চাইনি। আমাকে এক প্রকার জোর করে নির্বাচন করতে বাধ্য করেছে। আমাদের ওপর হামলা-মামলা হয়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নিয়েছে, তখন সরকার ব্যবস্থা বলতে কিছুই ছিলো না। একেবারে ভঙ্গুর অর্থনীতিকে সঙ্গে নিয়ে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়ে সরকার দায়িত্ব নিয়েছে। তাই সরকারকে সময় দেয়া দরকার। জাতীয় পার্টি সব সময় সরকারের পাশে থেকে সহযোগিতা করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।