কুড়িগ্রামের রাজীবপুরে ভারত-বাংলা বর্ডার হাট খোলার দাবিতে মানববন্ধন এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারক লিপি প্রদান করেছে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি রাজীবপুর উপজেলা শাখা।
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় রাজীবপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে সংগঠনটি। মানববন্ধনে বক্তব্য রাখেন, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি রাজীবপুর উপজেলা শাখার সদস্য সচিব শিপন মাহমুদ, উপজেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহ্বায়ক আবু সাঈদ, সদস্য সচিব সুমন মাহমুদ, ভূমিহীন সমিতির সভাপতি আব্দুর রশিদ, ফরিদ উদ্দিন ডিলার, সাংবাদিক মাইদুল ইসলাম।
বক্তারা বলেন, গত ৭ই আগষ্ট হঠাৎ অজানা কারণ বসত বালিয়ামারী বর্ডার হাট বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পর থেকে একটি কুচক্রী মহল সুবিধা নেওয়ার স্বার্থে প্রশাসনের সাথে আতাত করে, প্রসাশনের কাছে ভূল তথ্য দিয়ে, হাট বন্ধ রাখার পায়তারা করে আসছে। এতে দেখা গেছে, হাট কেন্দ্রীক কর্মসংস্থান সৃষ্টি হওয়া, কুলিশ্রমিক, ভ্যানশ্রমিক, নৌকার মাঝি থেকে শুরু করে প্রায় হাজারের উপরে মানুষ কর্মহীন হয়ে অসহায়ের মত জীবনযাপন করছেন। বক্তারা প্রশাসনকে আল্টিমেট দিয়ে বলেন, আগামী ২০ কর্মদিবসের মধ্যে বর্ডার হাট খুলে দিন। তা না হলে আমরা এর থেকে কঠিন আন্দোলন গড়ে তুলবো এবং ইউএনও এবং ডিসি অফিস ঘেরাও করবো।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির আহ্বায়ক রবিউল ইসলাম, লিটন মিয়া, মডেল প্রেসক্লাবের সভাপতি শরিফুল ইসলাম, সাংবাদিক রফিকুল ইসলাম এবং বর্ডার হাটের সাথে জড়িত কুলিশ্রমিক, মাঝি, অটো চালক ও ক্রেতা-বিক্রেতাসহ স্থানীয় প্রায় হাজার খানেক সাধারণ মানুষ।