ঢাকাসোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪২
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থী হত্যা মামলায় উপজেলা আ:লীগ সাধারণ সম্পাদক ছক্কু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১২, ২০২৪ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুড়িগ্রামের শিক্ষার্থী আশিক হত্যা মামলায় রাজীবপুর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও কোদালকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুড়িগ্রাম শহরে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় আওয়ামিলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে আশিক মাহমুদ ও রুহুল আমীন নামের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে সহযোদ্ধারা তাদেরকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক শিক্ষার্থী আশিক মাহমুদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রুহুল আমীন বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ৫০০-৬০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়। যার মামলা নাম্বার-১৩,১০/১০/২৪

এরই পরিপেক্ষিতে আজ সকাল ১১টায় কোদালকাটি বাজার থেকে উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও কোদালকাটি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কুকে গ্রেপ্তার করেছে রাজীবপুর থানা পুলিশ।

এবিষয়ে কুড়িগ্রাম সদর থানার অফিসার্স ইনচার্জ নাজমুল ইসলাম বলেন, গত ৪ আগস্ট ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের হামলা করে দুর্বৃত্তরা। এতে চিকিৎসাধীন অবস্থায় আশিকের মৃত্যু হয়। এঘটনায় রুহুল আমীন বাদী হয়ে মামলা দায়ের করেন। সেখানে তদন্ত আসামী ছিলেন রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের চর সাজাই মন্ডল পাড়া গ্রামের দেলোয়ার হোসেন (অরফে বিরবল) এর ছেলে হুমায়ুন কবির ছক্কু। আমরা আজ সকাল ১১টায় রাজীবপুর থানা পুলিশের মাধ্যমে তাকে কোদালকাটি বাজার থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাকে জিজ্ঞাসাবাদ শেষে কুড়িগ্রাম জেলা দায়রাজজ আদালতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন:

মাছ চুরির মামলায় সেচ্ছাসেবকলীগ সভাপতি গ্রেপ্তার

ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।