ঢাকাসোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৬
আজকের সর্বশেষ সবখবর

সাবেক প্রতিমন্ত্রীর ভাই গ্রেপ্তার

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিবেদক
নভেম্বর ১৫, ২০২৪ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের রৌমারীতে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের চাচাতো ভাই মোয়াজ্জেম হোসেন মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থকমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রৌমারী থানার ওসি মামুনুর রশীদ। তিনি বলেন, মোয়াজ্জেম হোসেন মাসুমের নামে একটি চাঁদাবাজির মামলা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার সাড়ে ৭টার দিকে উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, শনিবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।

আরও পড়ুন…

গরুর দালাল থেকে প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেপ্তার

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।