কৃষক সমাবেশ স্থগিত ঘোষণা করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজীবপুর উপজেলা শাখা। বুধবার রাত ৯টায় সংগঠনটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুমন মাহমুদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বর শনিবার বিকাল ৩টায় রাজীবপুর থানা মোড়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজীবপুর শাখার আয়োজনে বিশাল কৃষক সমাবেশ হওয়ার কথা থাকলেও, বর্তমানে দেশের সামগ্রিক বিষয় নিয়ে অস্থিতিশীলতা চলায় এবং নিরাপত্তার বিষয় চিন্তা করে ৩০ নভেম্বরের “কৃষক সমাবেশ” ও এর সমস্ত কার্যক্রম স্থগিত করা হলো।
এবিষয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজীবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুমন মাহমুদ বলেন, আমরা সদ্য কয়েক মাস আগে স্বেরাচারী হাসিনার পতন ঘটিয়েছি। আমরা এই মুহুর্তে চাচ্ছি না দেশে কোনো সহিংসতা বা অস্থিতিশীলতা তৈরি হোক। সব কিছু বিবেচনা করে সমাবেশটি স্থগিত করা হয়েছে।
এর আগে রাষ্ট্র সংস্কার আন্দোলের “কৃষক সমাবেশ” বন্ধের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজীবপুর উপজেলা যুব বিভাগের সভাপতি মোখলেছুর রহমানের স্বাক্ষরিত একটি লিখিত আবেদন উপজেলা নির্বাহী অফিসার ও থানায় দেওয়া হয়। এরই পরিপেক্ষিতে সমাবেশটি স্থগিত ঘোষণা করেছে বলে দাবি জামায়াতের ওই যুবনেতার।