কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার স্লুইসগেট এলাকা থেকে ৩১০০’শ পিস ইয়াবাসহ হানিফ মিয়া (২৮) ও রোকনুজ্জামান (২২) কে আটক করেছে রাজীবপুর থানা পুলিশ।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজীবপুর থানার অফিসার্স ইনচার্জ আশরাফুল ইসলাম এর নেতৃত্বে এসআই আল হাসিব আরমান, এএসআই শহিদুল ইসলাম ও রতন মিয়া সঙ্গীয় চৌকস দল রৌমারী-ঢাকা মহাসড়কে (স্লুইসগেট এলাকায়) অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
আটককৃত মাদক চোরাকারবারিরা হলেন, রৌমারী উপজেলার চেংটাপারা গ্রামের নুরুল হকের ছেলে হানিফ মিয়া ও একই গ্রামের ইউনুস আলীর ছেলে রোকনুজ্জামান। থানা সূত্র জানায়, হানিফ মিয়ার নামে আগেরও একটি মাদক মামলা রয়েছে।
এবিষয়ে রাজীবপুর থানার অফিসার্স ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্লুইসগেট এলাকায় আমাদের থানার চৌকস টিম নিয়ে অবস্থান নেই। আটককৃত মাদক চক্রের সদস্য হানিফ মিয়া ও রোকনুজ্জামান ইজিবাইক যোগে রৌমারী থেকে জামালপুরে যাচ্ছিলেন। পূর্ব সংবাদের ভিত্তিতে তাদের কে তল্লাশি চালিয়ে ৩১০০’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আগামীকাল তাদের কে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। এবং আমাদের এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।